Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৫ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারে রদবদল

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছাড়লেন খোদা বকশ চৌধুরী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ ছাড়লেন খোদা বকশ চৌধুরী
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তাঁর পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

নিয়োগ ও দায়িত্বকাল

গত ২০২৪ সালের ১০ নভেম্বর সাবেক এ পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো। তাকে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রধান উপদেষ্টাকে সহায়তার দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পুলিশ বাহিনীর সংস্কার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করেছেন।

প্রেক্ষাপট

সম্প্রতি প্রশাসনের বিভিন্ন স্তরে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিলো। সে ধারাবাহিকতায় খোদা বকশ চৌধুরীর এ পদত্যাগ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত কর্মকর্তাদের সরিয়ে প্রশাসনকে গতিশীল করার যে প্রক্রিয়া চলছে, এটি তারই অংশ কি না—তা নিয়ে জল্পনা চলছে।

উল্লেখ্য যে, খোদা বকশ চৌধুরী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর অন্তর্বর্তী সরকার তাকে বিশেষ গুরুত্বপূর্ণ এ পদে ফিরিয়ে এনেছিলো।

এ পরিবর্তনের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ তদারকি এবং পুলিশ সংস্কার কার্যক্রমে নতুন কোনো মুখ স্থলাভিষিক্ত হবেন কি না, তা নিয়ে এখন সবার নজর ক্যাবিনেট ডিভিশনের পরবর্তী নির্দেশনার দিকে।

সবার দেশ/কেএম

সর্বশেষ