আটক ৩০
এনইআইআর বিরোধী বিক্ষোভে বিটিআরসি ভবনে ভাঙচুর
জাতীয় পরিচয় নিবন্ধন (এনইআইআর) কার্যক্রমের প্রতিবাদকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে আগারগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষোভকারী হঠাৎ বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করে। এতে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন হন। পরে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ২৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. সাব্বির (২৪), মো. শাহিন (২৬), মো. রিফাত (১৯), মো. মঈন (২২), মো. অনিক (২৭), মো. তারেক (২৪), মো. রিফাত (২৩), মো. হানিফ (২৫), মো. রাব্বি (৩২), মো. সোহানুল (২৪), দীপক হাজরা (২৬), তারেক আজিজ (২৫), মো. সাজ্জাদ (১৯), মো. শিপন (২৩), মো. সিয়াম (২৩), মো. ওনেস ইমরান (২৪), মো. মনির (২৫), মো. হারিস (২৭), মো. মতিউর (৪৮), মো. সাব্বির (২২), রাজন শেখ (৩১), আবু সাদিক (২৯), মো. মামুন (২৪), মজিবর (৩২), মো. সালাউদ্দিন (৩৯), মো. রাকিব (২৩), আমিনুল ইসলাম (২৪) ও আ. সবুজ (৩০)।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, এনইআইআর কার্যক্রম নিয়ে অসন্তোষের জেরে কয়েকজন মোবাইল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তি হঠাৎ বিটিআরসি ভবনে হামলা চালান। তারা ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুরের শেরেবাংলা আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শিগগিরই শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হবে।
ঘটনার পর বিটিআরসি ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
সবার দেশ/কেএম




























