Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১০ জুন ২০২৫

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন—দুটোই চাই: মির্জা ফখরুল

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন—দুটোই চাই: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই—দুটোই চাই। শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, এর দায়িত্বও আমাদের পালন করতে হবে। দায়িত্ব পালন করলেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত হবে।

সোমবার (৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণতন্ত্রের পাশাপাশি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, জাতিকে পুনর্গঠন করতে হলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। এ বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতায় সামিল হতে হবে। প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে, তা অনুসরণ করতে না পারলে পিছিয়ে পড়তে হবে।

বর্তমান শিক্ষা ব্যবস্থার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ দেশে এতো আন্দোলন, বিপ্লব, গণঅভ্যুত্থান হয়েছে; কিন্তু সার্বিকভাবে শিক্ষার মান অনেক কমে গেছে। কে দায়ী সে বিতর্কে যাবো না, কিন্তু মান কমেছে এটা সত্য।

শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র ও জাতি গড়তে হলে লেখাপড়ার বিকল্প নেই। পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমেও মনোযোগ দিতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্র্যাকটিস জরুরি।

রিভারভিউ স্কুল প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, একসময় ঠাকুরগাঁও জেলা স্কুলের পরেই রিভারভিউ স্কুলের অবস্থান ছিলো। এ স্কুলের শিক্ষার মান কমার কোনও কারণ নেই। শিক্ষার মান উন্নয়নে কোনও ছাড় দেয়া উচিত নয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ