হান্নান মাসউদের নতুন অধ্যায়, জেদনীর সঙ্গে বাগদান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তিনি সাবেক বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।

বাগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৯ সেপ্টেম্বর), যা অনেকটা গোপন ও শান্তভাবে আয়োজন করা হয়েছিল। নতুন এ দম্পতি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আনন্দিত, তবে রাজনৈতিক ও সামাজিক পরিসরে আগামী সময়েও তাদের উপস্থিতি বহুল আলোচিত হতে পারে।
সবার দেশ/কেএম




























