Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৭, ২৮ ডিসেম্বর ২০২৫

অনাস্থা আর অবিশ্বাসের অভিযোগ

তাসনিম জারার পর এনসিপি ছাড়লেন তাজনূভা

তাসনিম জারার পর এনসিপি ছাড়লেন তাজনূভা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্দরে চলা অস্থিরতা যেন থামছেই না। তাসনিম জারার পর এবার দলটির আরেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ বার্তার মাধ্যমে তিনি দল ছাড়ার কথা জানান। মূলত জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন এবং দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনাস্থার কারণেই তিনি এ কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন।

পদত্যাগের নেপথ্যে ‘জোট’ ও ‘অবিশ্বাস’

তাজনূভা জাবীন তার পোস্টে স্পষ্ট করেছেন যে, জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি তার পদত্যাগের অন্যতম কারণ হলেও প্রধান কারণ হলো যে প্রক্রিয়ায় এ জোট করা হয়েছে। তার দাবি, দলের ভেতরে বর্তমানে চরম অবিশ্বাস ও অনাস্থা কাজ করছে। তিনি লিখেছেন, জোটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু যখন নিশ্চিত হলেন যে জোটে চূড়ান্ত সিলমোহর পড়েছে, তখন আর তার পক্ষে থাকা সম্ভব হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সংগঠনকে শক্তিশালী করার চেয়ে যে কোনো উপায়ে সংসদে যাওয়ার মানসিকতা এখন দলের নীতিনির্ধারকদের মধ্যে প্রকট হয়ে উঠেছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, ফেরত দেবেন অনুদান

এনসিপি থেকে পদত্যাগের পাশাপাশি তাজনূভা জাবীন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করারও ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্ত তার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিলো জানিয়ে তিনি বলেন, তার মা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছিলেন মেয়ের নির্বাচনি কাজে অংশ নিতে। কিন্তু দলের বর্তমান পরিস্থিতিতে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজনীতি করা সম্ভব নয় বলেই তিনি সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে, সাধারণ মানুষ তার নির্বাচনি ফান্ডের জন্য যে অর্থ দান করেছিলেন, তিনি তা এক এক করে সবাইকে ফেরত দেবেন। এ বিষয়ে খুব দ্রুতই বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে আপডেট দেবেন তিনি।

এনসিপিতে বড় ভাঙনের সংকেত

তাসনিম জারার পর তাজনূভা জাবীনের মতো গুরুত্বপূর্ণ নেত্রীর পদত্যাগ এনসিপির জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে গতকাল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও ফেসবুকে এক রহস্যময় পোস্টের মাধ্যমে জোটের পরিণাম নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। একের পর এক শীর্ষস্থানীয় নারী নেত্রীদের এ বিদ্রোহ এবং পদত্যাগ দলটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলো।

তাজনূভা জাবীন তার বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে মুগ্ধ করেছে, তবে নীতির প্রশ্নে আপস না করাই তার জন্য সঠিক পথ ছিলো। এখন এনসিপির অন্য শীর্ষ নেতারা এ বিষয়ে কী প্রতিক্রিয়া দেখান, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি