Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫

ডা. জারার আহ্বানে মানুষের ব্যাপক সাড়া

১৪ ঘণ্টায় কত টাকার সহযোগিতা পেলেন তাসনিম জারা?

১৪ ঘণ্টায় কত টাকার সহযোগিতা পেলেন তাসনিম জারা?
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. তাসনিম জারার তহবিলে মাত্র ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা জমা পড়েছে। সাধারণ মানুষের কাছ থেকে নির্বাচনি খরচ সংগ্রহ করার এ ব্যতিক্রমী উদ্যোগে অভূতপূর্ব সাড়া মেলায় ডা. জারা কৃতজ্ঞতা ও বিস্ময় প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন যে, তার নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি টাকা ইতোমধ্যে সংগ্রহ হয়ে গেছে।

লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে তহবিলের অংক

ডা. জারা জানান, নির্বাচনি আইন ও বিধিমালা অনুযায়ী তার আসনের জন্য তিনি সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবেন। এর মধ্যে প্রথম ১৪ ঘণ্টায় অর্ধেকের বেশি টাকা জমা হয়ায় তিনি অভিভূত। তিনি ঘোষণা দিয়েছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী পুরো টাকা সংগৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তহবিল সংগ্রহের কাজ বন্ধ করে দেবেন।

স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ

নির্বাচনি তহবিলের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে পরিষ্কার রাখতে ডা. জারা তিনটি বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছেন:

  • নগদ কোনও অনুদান গ্রহণ না করে শুধুমাত্র বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেয়া হচ্ছে। এর ফলে প্রতিটি লেনদেনের একটি ডিজিটাল রেকর্ড থাকছে যা বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত এবং ভবিষ্যতে যে কেউ চাইলে তা যাচাই করতে পারবে।
  • নিয়মিত বিরতিতে মোট কত টাকা সংগৃহীত হয়েছে এবং কোন মাধ্যমে কত টাকা এসেছে তা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। এসব নথিপত্র পরবর্তীতে নির্বাচন কমিশনেও জমা দেয়া হবে।
  • সংগৃহীত টাকা কোন খাতে কত টাকা ব্যয় করা হচ্ছে, তার একটি সুনির্দিষ্ট রূপরেখা বা তালিকাও ভোটারদের জন্য প্রকাশ করা হবে।

কারিগরি সমস্যা ও বিকল্প ব্যবস্থা

অগণিত মানুষের অনুদান পাঠানোর চাপে ডা. জারার দেয়া বিকাশ ব্যক্তিগত নম্বরের লিমিট বা লেনদেনের সীমা সোমবার রাত ২টার দিকেই শেষ হয়ে গেছে। ফলে অনেক সমর্থক টাকা পাঠাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ জন্য তিনি যারা এখনও সহায়তা করতে আগ্রহী, তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পাঠানোর অনুরোধ করেছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার নির্বাচনের খরচ জোগাতে মুষ্টিমেয় সিন্ডিকেটের বদলে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন ডা. তাসনিম জারা। তার এ ‘ক্রাউড ফান্ডিং’ মডেল রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ