জাতীয় নির্বাচনে বড় শক্তি হিসেবে উদয়ের আভাস
১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঘোষণা অনুষ্ঠানে আখতার হোসেন জানান, দল গত সপ্তাহে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করেছে। এরপর স্ক্রুটিনি ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, আজ যাদের নাম ঘোষণা করা হলো, তাদের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ পাওয়া যায় তবে তদন্তসাপেক্ষে প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে তিনি জানান, দল পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও মনোনয়ন চূড়ান্ত করবে।
উত্তরাঞ্চলের একাধিক জেলায় শক্ত অবস্থান তৈরি করতে চায় এনসিপি—এমন ইঙ্গিত মেলে দলের ঘোষিত প্রার্থী তালিকায়। পঞ্চগড় থেকে লালমনিরহাট, রংপুর থেকে জয়পুরহাট—উত্তরাঞ্চলের প্রতিটি জেলাতেই একাধিক আসনে নতুন মুখকে মনোনয়ন দিয়েছে দলটি।
উত্তর-পশ্চিমাঞ্চলে প্রার্থী তালিকা
পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন মো. সারজিস আলম। ঠাকুরগাঁওয়ের তিনটি আসনের মধ্যে দ্বিতীয় আসনে মো. রবিউল ইসলাম এবং তৃতীয় আসনে মো. গোলাম মর্তুজা সেলিমকে মনোনয়ন দিয়েছে এনসিপি।
দিনাজপুর-৩–এ আ হ ম শামসুল মুকতাদির এবং দিনাজপুর-৫–এ ডা. মো. আব্দুল আহাদ প্রার্থী হিসেবে লড়বেন।
নীলফামারীতে দুই চিকিৎসকসহ তিনজনকে প্রার্থী করেছে এনসিপি। জেলার ২ নম্বর আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পন, ৩ নম্বর আসনে মো. আবু সায়েদ লিয়ন এবং লালমনিরহাট-২–এ রাসেল আহমেদ ও ৩–এ মো. রকিবুল হাসান মনোনয়ন পেয়েছেন।
রংপুর বিভাগে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও আস্থা দেখিয়েছে এনসিপি। রংপুর-১ আসনে মো. আল মামুন, রংপুর-৪–এ স্বয়ং সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হবেন। কুড়িগ্রাম-১–এ মো. মাহফুজুল ইসলাম, ২–এ ড. আতিক মুজাহিদ এবং ৩–এ ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এনসিপির প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
গাইবান্ধায় দুইটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি—৩ নম্বরে মো. নাজমুল হাসান সোহাগ এবং ৫ নম্বরে ডা. আ. খ. ম. আসাদুজ্জামান। জয়পুরহাট-১–এ গোলাম কিবরিয়া এবং ২–এ আবদুল ওয়াহাব দেওয়ান কাজলকে চূড়ান্ত করা হয়েছে। বগুড়া-৬–এ প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ-আল-ওয়াকি, আর চাঁপাইনবাবগঞ্জ-২–এ প্রার্থী হয়েছেন মু. নাজমুল হুদা খান (রুবেল খান)।
নওগাঁ–নাটোর–সিরাজগঞ্জে নতুন মুখের প্রাধান্য
নওগাঁ জেলায় ১–৫ নম্বর সব আসনেই নতুন প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। নওগাঁ-১–এ কৈলাশ চন্দ্র রবিদাস, ২–এ মো. মাহফুজার রহমান চৌধুরী, ৩–এ পরিমল চন্দ্র (উরাও), ৪–এ মো. আব্দুল হামিদ এবং ৫–এ মনিরা শারমিনকে মনোনয়ন দেয়া হয়েছে।
নাটোর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল মান্নাফ এবং নাটোর-৩–এ অধ্যাপক এস এম জার্জিস কাদির। সিরাজগঞ্জে চারটি আসনে নারী ও তরুণ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি। সিরাজগঞ্জ-৩–এ দিলশানা পারুল, ৪–এ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ৫–এ মনজুর কাদের এবং ৬–এ এস এম সাইফ মোস্তাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এনসিপির এ বৃহৎ প্রার্থী তালিকা দলটির নির্বাচন–কেন্দ্রিক আগ্রহ এবং জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান গড়ার চেষ্টা স্পষ্ট করে। এখন দলের তৃণমূল সংগঠন ও জোট–সমীকরণ তাদের নির্বাচনী যাত্রায় কতটা গতি আনে, তা দেখার অপেক্ষা।
সবার দেশ/কেএম




























