গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য
রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙলো প্রতিপক্ষ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের অনুসারীরা তার পূর্বনির্ধারিত নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই পথসভায় বক্তব্য দেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে এ ঘটনা ঘটে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেখানে একটি পথসভা হওয়ার কথা থাকলেও সভার আগেই মঞ্চ ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। মঞ্চ না থাকায় তিনি প্রথমে এলাকায় দরজায় দরজায় গণসংযোগ করেন এবং পরে অরুয়াইল বাজারে নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন।
পথসভায় রুমিন ফারহানা বলেন, অরুয়াইলে আজ আমার একটি নির্ধারিত সভা ছিলো। কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমি মানুষের কাছে গিয়েছি, আর শেষ পর্যন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এ ঘটনাই প্রমাণ করে, তারা মাঠে জনগণের মুখোমুখি হতে ভয় পায়।
যদিও তিনি মঞ্চ ভাঙচুরের জন্য কোনও নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি, তবে নির্বাচনী পরিবেশে এ ধরনের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অপকর্মের জবাব ব্যালটের মাধ্যমেই দিতে হবে।
নিজের বক্তব্যে এলাকার উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, অরুয়াইল চিত্রা নদীর ওপর একটি সেতু নির্মাণ এ এলাকার দীর্ঘদিনের দাবি। আমি এমপি থাকাকালীন এ সেতুর জন্য আবেদন করেছিলাম। নির্বাচিত হলে সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ সম্পন্ন করবো।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বালু ব্যবসার প্রশ্রয় দেয়া হবে না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর রাজনীতি বন্ধ করতে হবে। সরাইল ও আশুগঞ্জ এলাকাকে নতুনভাবে সাজাতে শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প নেয়া হবে।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।
সবার দেশ/কেএম




























