তরুণদের মতামত জানতে সাহসী পদক্ষেপ
‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু করলো বিএনপি
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের অংশগ্রহণ ও পলিসিভিত্তিক রাজনীতিকে গুরুত্ব দিতে নতুন একটি ওয়েব অ্যাপ চালু করেছে বিএনপি। ‘ম্যাচ মাই পলিসি’ নামের এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দলটির নীতিনির্ধারণী ভাবনা নিয়ে তরুণ ও সাধারণ জনগণ সরাসরি মতামত দিতে পারবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, [www.matchmypolicy.net] ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েবসাইটে প্রবেশ করে যে কেউ সহজেই নিজের মতামত জানাতে পারবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম একটি পূর্ণাঙ্গ ইন্টার্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম চালু হলো। ‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ব্যবহারপদ্ধতি ও পরিচিত সহজ। প্রতিটি স্ক্রিনে বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দেয়া থাকবে। ব্যবহারকারীরা ডান বা বাম দিকে সোয়াইপ করে সংশ্লিষ্ট পলিসির সঙ্গে নিজেদের অবস্থান মিলিয়ে নিতে পারবেন।
এ ছাড়া অ্যাপটিতে একটি ‘Opinion’ অপশন যুক্ত করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট পলিসি বিষয়ে লিখিতভাবে মতামত, পরামর্শ বা সুপারিশ জানাতে পারবেন। এতে শুধু হ্যাঁ-না নয়, বরং বিস্তারিত মত প্রকাশের সুযোগ রাখা হয়েছে।
দলটির নেতারা জানিয়েছেন, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ সমাজ এবং সাধারণ নাগরিকদের পলিসি প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ও নীতিকে আরও গণমুখী, বাস্তবসম্মত ও কার্যকর করে তোলাই এ প্ল্যাটফর্মের উদ্দেশ্য।
অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু তথ্যভিত্তিক কনটেন্ট যুক্ত করা হয়েছে, যা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন, নীতিগত অবস্থান এবং রাষ্ট্রচিন্তা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেবে।
বিএনপি মনে করছে, ‘ম্যাচ মাই পলিসি’ শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলার একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।
সবার দেশ/কেএম




























