লেইস ব্লাউজে রাজকীয় কালো শাড়িতে ঝলমল কাজল!
বলিউড তারকা কাজল সবসময়ই তার অভিনয়, ব্যক্তিত্ব এবং সহজ-নিরাভরণ ফ্যাশনসেন্স দিয়ে ভক্তদের হৃদয় জয় করেন। বয়স, আলো কিংবা ক্যামেরার কড়া দৃষ্টি—কিছুই যেন তাকে আটকে রাখতে পারে না। বরং তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত সৌন্দর্যই তাকে করে তোলে আরও অনন্য।