মিমের মালদ্বীপ ফেরত মন—ইনস্টাগ্রামে বার্তা
‘নিজের মতো করে খুশি থাকো’
ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চায়। সদ্য মালদ্বীপ ভ্রমণ সেরে ঢাকায় ফিরেই ইনস্টাগ্রামে পোস্ট দিলেন ছুটির মুডের কিছু ছবি—ফুরফুরে ভাব, কানে গুঁজে একগোছা ফুল, আর ক্যাপশনে ছোট্ট এক বার্তা:
নিজের মতো করে খুশি থাকো।

অনুরাগীদের কেউ দিলেন হার্ট ইমোজি, কেউ লিখলেন—এটাই আসল জীবন!

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন মিম। দেশে ফিরে ১৩ ডিসেম্বর তিনি সাইন করেছেন চরকির নতুন একটি অরিজিনাল সিনেমায়। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় ছবিটি তৈরি হবে বলে জানা গেছে, তবে নাম এখনও চূড়ান্ত নয়। সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে মিমকে।

ছুটি, কাজ আর নিজের মতো করে খুশি থাকার বার্তায় জমজমাট মিমের দিনগুলো—ফিরেই যেন নতুন দৌড়ে নামার প্রস্তুতি!
সবার দেশ/কেএম




























