Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ৫ অক্টোবর ২০২৫

খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ের কথা স্বীকার 

আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়: পরীমনি

আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়: পরীমনি
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট মন্তব্য করলেন। মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের নানা প্রশ্নে তিনি জানালেন, প্রেম তার জীবনের অবিচ্ছেদ্য অনুভূতি।

‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’—এই প্রশ্নে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘না।’

এরপর জানতে চাওয়া হয়, কারও সঙ্গে সম্পর্কে আছেন কি না। জবাবে পরীমনির উত্তর, 

জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয়, আর এটা থাকা ভালো।

দশ বছরের ক্যারিয়ারে পরীমনিকে ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন বরাবরই আলোচনায়। কখনো চিত্রনায়ক সিয়াম আহমেদ, কখনো গায়ক শেখ সাদীর সঙ্গে তার নাম জড়িয়েছে। কিন্তু এসব নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি।

অনুষ্ঠানে শেখ সাদীর প্রসঙ্গে পরীমনি বলেন, ও আমার ছোট ভাইয়ের মতো। আর বিয়ের প্রশ্নে স্পষ্টভাবে জানান, আমি একবারই বিয়ে করেছি। তবে মজার ছলে যোগ করেন, জানি না, ওরা মনে হয় সৎস্বামী। যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।

শরীফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ নিয়েও খোলামেলা পরীমনি বলেন, 

রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিলো না। আমার জীবনে কিছুই ভুল না—সবই অভিজ্ঞতা।

অভিনয়ে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন বলেও স্বীকার করেন তিনি। ইসমাইলের মৃত্যুর পর সে বিয়ের খবর সামনে আসে। পরীমনি বলেন, হ্যাঁ, ও আমার সৎস্বামী ছিলো।

আর কতবার বিয়ে করবেন—এমন প্রশ্নে হেসে বলেন, 

আমার ছোটবেলা থেকে মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করবো। তখন ভাবিনি, এটা এত বড় গুজব হয়ে যাবে!

চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও হাস্যরসের ভঙ্গিতে পরীমনি বলেন, বিশ্বাস করেন, এ একটামাত্র মানুষের সঙ্গেই আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, তাও না।

ব্যক্তিগত জীবনের নানা আলোচনার মধ্যেও পরীমনি বর্তমানে সন্তানের যত্ন ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে শরীফুল রাজের সঙ্গে পরিচয় থেকে প্রণয়, তারপর বিয়ে ও সন্তান—সব মিলিয়ে তার জীবন সিনেমার মতোই রঙিন, আলোচিত এবং অনন্য।

সবার দেশ/কেএম

সর্বশেষ