ট্রাম্পের চুল উধাও! টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ছবি দেখে ক্ষেপলেন প্রেসিডেন্ট
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের সাম্প্রতিক ছবিটি দেখে বেজায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ছবিতে দেখা যাচ্ছে— তার মাথায় চুল প্রায় নেই বললেই চলে! ট্রাম্প নিজেই এ ছবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, বলেছেন এটি তার জীবনের ‘সবচেয়ে খারাপ ছবি।
বুধবার (১৫ অক্টোবর) এনডিটিভি জানায়, টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে প্রকাশিত ওই ছবিতে ট্রাম্পের মাথার উপরে একটি ছোট ভাসমান মুকুটের মতো অবয়বও দেখা যায়, যা ছবিটিকে আরও বিতর্কিত করে তোলে।
নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন,
প্রচ্ছদে দেয়া ছবিটি আমার সর্বকালের সবচেয়ে খারাপ ছবি। তারা আমার সব চুল উধাও করে দিয়েছে। তারপর আমার মাথার ওপর ভাসমান কিছু বসিয়েছে যা দেখতে ছোট এক মুকুটের মতো, কিন্তু সেটা এতো ছোট যে হাস্যকর লাগছে! আমি কখনোই নিচের এ অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে পছন্দ করি না। এটা আসলেই খারাপ ছবির দিক থেকে সেরা। তারা কী করেছে এটা? কেন করেছে?
তিনি আরও কটাক্ষ করে বলেন,
টাইম ম্যাগাজিন কি এখনও টিকে আছে? আমি জানতামই না।
প্রসঙ্গত, এটি প্রথমবার নয় যে ট্রাম্প টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ নিয়ে ক্ষেপেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতেও তিনি একটি প্রচ্ছদে আপত্তি তুলেছিলেন— যেখানে তাকে মার্কিন সরকারের প্রভাবশালী ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে তুলনা করা হয়।
টাইম ম্যাগাজিনের এ সর্বশেষ কভারটি প্রকাশিত হয়েছে ‘হিজ ট্রায়াম্ফ’ শিরোনামে, এমন এক সময় যখন ট্রাম্পকে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির মূল মধ্যস্থতাকারী হিসেবে কৃতিত্ব দেয়া হচ্ছে।
চুক্তি অনুযায়ী, সোমবার ইসরায়েল ২০ জন জিম্মিকে মুক্ত করে, বিনিময়ে ফিলিস্তিনি বন্দি ও নিহতদের লাশ ফেরত দেয়। ওই শান্তি প্রক্রিয়ার সাফল্যের পর ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে— ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন জানাবে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সমর্থন ও কভার স্টোরির মধ্যেও ট্রাম্পের মনোযোগ এখনো ‘চুল’ নিয়েই সীমাবদ্ধ!
সবার দেশ/কেএম




























