Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৩, ১২ ডিসেম্বর ২০২৫

প্রযুক্তি-নেতৃত্বের নতুন যুগের স্বীকৃতি

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ‘আর্কিটেক্টস অব এআই’

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ‘আর্কিটেক্টস অব এআই’
ছবি: সংগৃহীত

২০২৪ সালের শেষ প্রান্তে এসে টাইম ম্যাগাজিন যে ঘোষণা দিয়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবসভ্যতার নতুন বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ম্যাগাজিনটি তাদের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে ‘আর্কিটেক্টস অব এআই’—এআই প্রযুক্তির সে সব নির্মাতা ও পথপ্রদর্শকদের, যাদের উদ্ভাবন আজ পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে।

এ তালিকায় জায়গা পেয়েছেন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বরা—এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অ্যাল্টম্যান, এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্কসহ আরও অনেকেই। টাইম লিখেছে, এদের উদ্ভাবন ও নেতৃত্ব মানবজীবনের তথ্যপ্রবাহ, বৈশ্বিক জলবায়ু নীতি, অর্থনীতি ও সাংস্কৃতিক বাস্তবতায় ব্যাপক পরিবর্তন আনছে।

টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে,

তারা এখন ইতিহাসের নিয়ন্ত্রণ হাতে নিয়ে এমন প্রযুক্তি তৈরি করছেন ও এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যা আমাদের কাজের ধরন, জীবিকা, রাজনীতি এবং পৃথিবীর শক্তির ভারসাম্য পর্যন্ত পাল্টে দিচ্ছে।

ম্যাগাজিন আরও লিখেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মহাশক্তিগুলোর প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী উপকরণ—পারমাণবিক অস্ত্র আবিষ্কারের পর এত বড় কৌশলগত প্রযুক্তিগত ঝাঁকুনি আর আসেনি।

ঐতিহাসিক প্রচ্ছদ

টাইম এবার দুটি প্রচ্ছদ প্রকাশ করেছে। একটিতে রয়েছে ১৯৩২ সালের বিখ্যাত Lunch Atop a Skyscraper ছবির অনুকরণে তৈরি একটি ইলাস্ট্রেশন—যেখানে নিউইয়র্কের আকাশরেখার ওপর স্টিল বিমে বসে আছেন মার্ক জাকারবার্গ, এএমডি সিইও লিসা সু, ইলন মাস্ক, জেনসেন হুয়াং, স্যাম অ্যাল্টম্যান, গুগলের এআই প্রধান ডেমিস হাসাবিস, অ্যানথ্রপিকের দারিও অ্যামোডেই এবং স্ট্যানফোর্ড অধ্যাপক ফেই-ফেই লি।

এআই: সম্ভাবনা এখন বাস্তব

সেলসফোর্স প্রতিষ্ঠাতা মার্ক বেনিওফের মালিকানাধীন টাইম জানায়, ২০২৫ সালেই এআই সম্ভাবনা থেকে বাস্তবে রূপ নিয়েছে। চ্যাটজিপিটির ব্যবহার ছুঁয়েছে বিশ্বের প্রায় ১০ শতাংশ মানুষকে—যা প্রযুক্তি পরিবর্তনের গতির নতুন মাইলফলক।

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং টাইমকে দেয়া মন্তব্যে বলেন, এটাই আমাদের যুগের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি।

তার দাবি, 

এআই বৈশ্বিক অর্থনীতিকে ১০০ ট্রিলিয়ন ডলার থেকে এক লাফে ৫০০ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারে।

ঝুঁকির কথাও বলেছে টাইম

যদিও ম্যাগাজিন এআই-এর বিস্ফোরক সম্ভাবনার প্রশংসা করেছে, একই সঙ্গে উল্লেখ করেছে প্রযুক্তির ঝুঁকিগুলো—
ভুল তথ্যের বিস্তার, অ্যালগরিদম নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের ভবিষ্যৎ এবং মহাশক্তিদের এআই প্রতিযোগিতা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার বিষয়গুলোও আলোচনায় এসেছে।

টাইমের এ বছরের নির্বাচন তাই শুধু ব্যক্তিত্বের স্বীকৃতি নয়—এআই-নির্ভর নতুন এক সভ্যতার আগমনী বার্তাও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা