গাজায় আরও ৭৬৪ ইহুদি বসতির অনুমোদন দিলো ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি তৈরির নীতি থামাচ্ছে না ইসরায়েল। আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সিদ্ধান্ত এবং বিশ্বজনমতের বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলি সরকার এবার নতুন করে ৭৬৪টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য প্রকাশিত হয়।
চ্যানেল সেভেনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসরায়েল সরকার পশ্চিম তীরের রামাল্লার হাশমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতার ইল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জেএভ এলাকায় ৫৬টি—মোট ৭৬৪টি নতুন স্থাপনার অনুমোদন দিয়েছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।
গত কয়েক দশক ধরে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখল বাড়িয়ে আসছে ইসরায়েল। ২০২২ সালে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় ফিরার পর সে গতি আরও বেড়েছে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের হিসাব বলছে, গত তিন বছরে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য মোট ৫১ হাজার ৩৭০টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার।
অধিকৃত অঞ্চল পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংগঠন ‘পিস নাও’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পূর্ব জেরুজালেমে প্রায় আড়াই লাখ এবং পশ্চিম তীরে সাড়ে চার লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বাস করছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, আল–আকসা অঞ্চলজুড়ে ইসরায়েল ও ফিলিস্তিন—দুটি পৃথক রাষ্ট্র গঠনের কথা থাকলেও প্রতি বছর নতুন বসতি স্থাপনের ফলে সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড ক্রমশ সংকুচিত হচ্ছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে। এমনকি গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করে এবং বিদ্যমান বসতি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। তবুও সে রায়ের পরিপালনে এখনও কোনও উদ্যোগ নেয়নি ইসরায়েল।
ইসরায়েলের সর্বশেষ এ অনুমোদনকে আন্তর্জাতিক মহল আবারও মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্থিরতা বাড়ানোর পদক্ষেপ বলে আখ্যা দিচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
সবার দেশ/কেএম




























