Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ১৭ ডিসেম্বর ২০২৫

গাজায় ধ্বংসস্তূপে মিললো একই পরিবারের ৩০ জনের লাশ

গাজায় ধ্বংসস্তূপে মিললো একই পরিবারের ৩০ জনের লাশ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের অন্তত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, নিহতরা সবাই সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় সালেম পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। ওই হামলাতেই তারা নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্ধার হওয়া ৩০ জন ছাড়াও ওই হামলায় সালেম পরিবারের মোট প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লাশ চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া সালেম পরিবারের বাড়িটিই ছিলো সিভিল ডিফেন্সের নতুন করে শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এ অভিযানের মূল লক্ষ্য হলো গাজাজুড়ে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনির লাশ উদ্ধার করা।

সিভিল ডিফেন্স জানায়, তাদের কাছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সীমিত সরঞ্জাম, যার মধ্যে মাত্র একটি এক্সকাভেটর রয়েছে, তা দিয়েই ধ্বংসস্তূপ সরিয়ে লাশ উদ্ধারের কাজ চালিয়ে যেতে হচ্ছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে রেখেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও উপত্যকার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার বিশৃঙ্খলায় মেসির দায়ই বেশি: গাভাস্কার
গাজায় ধ্বংসস্তূপে মিললো একই পরিবারের ৩০ জনের লাশ
হত্যার অনুমোদন দেন তাপস, জিম্মি করান সেলিম
২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি: তারেক রহমান
ভোলায় বিএনপি–জামায়াতের পালটাপালটি হামলায় উত্তেজনা
অস্ট্রেলিয়ার বন্ডি বিচের বন্দুকধারী ভারতের বাসিন্দা
এমপিও শিক্ষকদের ১১ পেশায় নিষেধাজ্ঞা
হাদিকে হত্যাচেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা–মা গ্রেফতার
২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা মোকাবিলায় অনড় বিবিসি
যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদ
বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন
মুক্তিযুদ্ধ ও ধর্মের নামে দেশ বিভাজনের রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম
সিডনি হামলায় ধোঁয়াশা, বন্দুকধারী পাকিস্তানি না ভারতীয়—যা জানা গেলো
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা কম, দীর্ঘ সময় আইসিইউতে থাকার আশঙ্কা
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ
হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ: প্রধান উপদেষ্টা
বেনাপোলে আটক ভারতীয় ট্রাকে অবৈধ পণ্যের বিশাল ভাণ্ডার
বেনাপোল বিস্ফোরক মামলার আসামি আটক আটক