Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ১৯ ডিসেম্বর ২০২৫

সারাদেশে ভাঙচুর-আগুন-মিছিলের ঝড়

শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ

শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে। রাজধানী থেকে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাসড়ক – সর্বত্র ক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, উত্তপ্ত স্লোগানে দেশ উত্তাল। হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাবি তুলে জনতা রাজপথ দখল করেছে।

রাজধানীতে পত্রিকা অফিসে হামলা: প্রথম আলো-ডেইলি স্টার লক্ষ্য

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে। এ হামলায় রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

নরসিংদী, কুষ্টিয়া, গাজীপুরে সড়ক অবরোধ ও আগুন

নরসিংদীতে শিক্ষা চত্বর থেকে শুরু বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নরসিংদী বাজারে শেষ হয়। আওয়ামী লীগের সাবেক এমপি মোসলেহ উদ্দিনের ম্যুরাল ভাঙা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।

কুষ্টিয়ায় বড়বাজার থেকে মিছিল কুষ্টিয়া মডেল থানার সামনে অবস্থান নেয়। মজমপুর রেলগেটে আগুন জ্বালিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করা হয়। দ্রুত তদন্ত ও শাস্তির দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে।

গাজীপুরে এনসিপি টঙ্গী পূর্ব-পশ্চিম থানা কমিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট অবরোধ করে মিছিল করে। রাত ১১টা ১৫ মিনিটে উভয় লেন বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল স্লোগান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া মোড় থেকে মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে শেষ হয়। ‘হাদি ভাইয়ের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো, যে ভারত খুনি পালায়, সে ভারত ভেঙে দাও’ স্লোগানে ক্যাম্পাস গমগম করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘খুনি হাসিনা ভারতে কেন’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি যাদের মামা বাড়ি’ স্লোগান দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহীদ মিনারে সমাবেশ হয়।

অন্যান্য জেলায় প্রতিবাদের ঝড়

গাইবান্ধায় বাস টার্মিনালে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানো হয়। ফরিদপুরে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, জামালপুরে তিন পয়েন্টে টায়ার পোড়ানো, বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ। সাতক্ষীরায় মোড়ে মিছিল, কিশোরগঞ্জে শহীদি মসজিদ থেকে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, শেরপুর ও জয়পুরহাটে এনসিপির নেতৃত্বে মিছিল, কক্সবাজারে সড়ক অবরোধ।

বক্তারা একইসঙ্গে বলছেন, হাদি অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিলেন, তার হত্যা পরিকল্পিত। বিচার না হলে আন্দোলন বিস্তার লাভ করবে। গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন, এ খবরে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৯০-এর স্টাইলে রোমান্স চান অনন্যা
হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও ‘লং মার্চ টু বর্ডার’
দিনাজপুরে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জন অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন
জবিতে টেকসই উন্নয়নে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
শহীদ ওসমান হাদির জানাজা আজ দুপুর দুইটায়
দেশে ফেরার পথে তারেক রহমান: পেয়েছেন ট্রাভেল পাস
বিশ্বশান্তির সারথীদের লাশ আসছে শনিবার
খালেদা জিয়ার অবস্থা এক মাসে সবচেয়ে স্থিতিশীল আজ: ডা. জাহিদ
শাহবাগ হয়ে উঠলো ‘শহীদ ওসমান হাদি চত্বর’
বিদ্রোহী কবি নজরুলের পাশে চিরনিদ্রা হবে শহীদ হাদির
ঢাকায় ফিরলো শহীদ ওসমান হাদির লাশ
হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্যের শোক
বাংলাদেশের পথে হাদির লাশ, সরাসরি নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে
জাতীয় পতাকায় মোড়া কফিনে শহীদ হাদির লাশ আনার প্রস্তুতি
বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক
শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ