সন্ধ্যা ৬টায় ঢাকায় অবতরণ, শনিবার জানাজা
জাতীয় পতাকায় মোড়া কফিনে শহীদ হাদির লাশ আনার প্রস্তুতি সম্পন্ন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশ সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট। এ তথ্য বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার বাদ জোহরের নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে শোকের পরিবেশের মধ্যে নির্বাচনী পরিবেশে নতুন উত্তেজনা যোগ করেছে। জনতার ব্যাপক সমাবেশের সম্ভাবনা রয়েছে এ অনুষ্ঠানে।
হত্যাকাণ্ড থেকে সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ হাদি। গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশায় ফেরার পথে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলসওয়ার দুজন আততায়ীর গুলিতে মাথায় আহত হন তিনি।

গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর ওই দিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসা সত্ত্বেও তার জীবন ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে পরিচিত হাদির এ মৃত্যু দেশে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছে। তার দেশফেরতের এ মুহূর্তে সারা দেশ শোকাহত এবং বিচারের দাবিতে উত্তপ্ত। জানাজার পর তার লাশ কবর দেয়া হবে বলে জানা গেছে।
সবার দেশ/কেএম




























