Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ১৯ ডিসেম্বর ২০২৫

সফল ছোট অপারেশনের পর আইসিইউতে চিকিৎসাধীন

খালেদা জিয়ার অবস্থা এক মাসে সবচেয়ে স্থিতিশীল আজ: ডা. জাহিদ

খালেদা জিয়ার অবস্থা এক মাসে সবচেয়ে স্থিতিশীল আজ: ডা. জাহিদ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এ তথ্য শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আল্লাহর রহমতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা তুলনামূলকভাবে অনেক উন্নতি লাভ করেছে এবং কোনও অবনতি ঘটেনি।

আজ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে একটি ছোট প্রসিডিউর সম্পন্ন করা হয়েছে, যা অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। ডা. জাহিদ হোসেন জানান, আগের অবস্থার তুলনায় এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। সবার দোয়া এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চলমান চিকিৎসা এ অবস্থা বজায় রাখার কারণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। ডা. জাহিদ বলেন, আল্লাহ তায়ালা যেনো এ চিকিৎসা অব্যাহত রাখেন এবং খালেদা জিয়াকে আরও সুস্থতার দিকে এগিয়ে নেন, সে জন্য সকলে দোয়া করুন। এ কথায় সাংবাদিকরা এবং উপস্থিতরা সকলে দোয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। প্রায় এক মাস ধরে তিনি সেখানে নানা জটিল রোগে চিকিৎসাধীন। তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যার পাশাপাশি চলতি বছরের জুন মাসে হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন ছিলেন, কিন্তু এখন স্থিতিশীলতা ফিরে এসেছে। এ খবর বিএনপি সমর্থকদের মধ্যে আশার আলো জ্বালিয়ে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধানের শীষে নির্বাচনের জন্য দল ছাড়ছেন জোটের নেতারা
হাদির হত্যায় জাতিসংঘের নিন্দা: স্বচ্ছ তদন্তের আহ্বান
৯০-এর স্টাইলে রোমান্স চান অনন্যা
হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও ‘লং মার্চ টু বর্ডার’
দিনাজপুরে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জন অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন
জবিতে টেকসই উন্নয়নে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
শহীদ ওসমান হাদির জানাজা আজ দুপুর দুইটায়
দেশে ফেরার পথে তারেক রহমান: পেয়েছেন ট্রাভেল পাস
বিশ্বশান্তির সারথীদের লাশ আসছে শনিবার
খালেদা জিয়ার অবস্থা এক মাসে সবচেয়ে স্থিতিশীল আজ: ডা. জাহিদ
শাহবাগ হয়ে উঠলো ‘শহীদ ওসমান হাদি চত্বর’
বিদ্রোহী কবি নজরুলের পাশে চিরনিদ্রা হবে শহীদ হাদির
ঢাকায় ফিরলো শহীদ ওসমান হাদির লাশ
হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্যের শোক
বাংলাদেশের পথে হাদির লাশ, সরাসরি নেয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে
জাতীয় পতাকায় মোড়া কফিনে শহীদ হাদির লাশ আনার প্রস্তুতি
বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক
শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ