আপাতত স্থগিত লন্ডন যাত্রা
ঢাকাতেই নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেছে। তার শারীরিক অবস্থা বর্তমানে বিমানযোগে স্থানান্তরের উপযোগী নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো। বিশেষ করে হৃদ্যন্ত্রের জটিলতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের।
চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, আর্থ্রাইটিসসহ দীর্ঘদিনের জটিল অসুস্থতাগুলো এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে, এবং কিডনি কার্যক্ষমতায় পর্যাপ্ত স্থিতিশীলতা আসা ছাড়া তার সামগ্রিক অবস্থার উন্নতি সম্ভব নয়। তাই আপাতত ঢাকাতেই তার চিকিৎসা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে লন্ডনে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে কাতার আমিরের সহায়তায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলো, সেটির উড্ডয়ন-অবতরণের অনুমতিও বিমানবন্দর কর্তৃপক্ষ দিয়েছিলো। গত শনিবার জমা দেয়া আবেদনে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং বুধবার লন্ডনগামী ফ্লাইটের সূচি নির্ধারণ করা হয়। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে তা স্থগিত রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে নেয়ার বিষয়ে বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনও উদ্যোগ নেয়া হয়নি। পরিস্থিতি চিকিৎসকদের পর্যবেক্ষণের ওপরই নির্ভর করছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা তদারকিতে প্রতিদিনই উপস্থিত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও তিনি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চিকিৎসা ব্যবস্থাপনা এগিয়ে নিচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ডা. জুবাইদা রহমান চিকিৎসা টিমের সঙ্গে সমন্বয় করে পুরো চিকিৎসা প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
চিকিৎসকদের মতে, আগামী কয়েক দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮০ বছর বয়সী এ নেত্রী বিগত কয়েক বছর ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট তীব্র হয়ে উঠলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বর্তমানে তার চিকিৎসা পরিচালনা করছে।
সবার দেশ/কেএম




























