একই রাতে মেসি-রোনালদোর বিদায়
ফুটবল ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তি—ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বয়সের ভারে ক্লান্ত হলেও, জয় এবং গৌরবের তৃষ্ণা আজও প্রবল। কিন্তু ২০২৫ সালের ৩০ এপ্রিলের রাতটি হয়ে থাকল সে অধ্যায়, যেখানে ফুটবল বিশ্বের দুই পুরোধা খেলোয়াড়ের মহাদেশীয় স্বপ্ন একসঙ্গে গুঁড়িয়ে গেলো। ভিন্ন দুই মহাদেশে, ভিন্ন দুই ম্যাচে, কিন্তু ফলাফল এক—স্বপ্নভঙ্গ।