পিএসএল খেলার ছাড়পত্র পেলেন সাকিব

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও জানা গেছে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে পারেন এ বিশ্বসেরা অলরাউন্ডার ।
চলমান ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে গত সপ্তাহে স্থগিত করা হয়েছিলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে সে অস্থিরতা কেটে যখন স্বাভাবিক হতে শুরু করেছে দুই দেশের পরিস্থিতি ঠিক তখনি আবারো নতুন সূচিতে আগামী শনিবার থেকে মাঠে গড়াচ্ছে বৈশ্বিক এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তবে নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক ব্যস্তসূচির কারণে দল ছাড়তে পারেন অনেক বিদেশি তারকা ক্রিকেটাররা। ফলে নতুন করে দল গোছানোর কাজ করতে হবে টুর্নামেন্টে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
তারই ধারাবাহিকতায় এবার লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসলেও এরই মধ্যে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছিলেন সাকিব। তার সে আবেদনের প্রেক্ষিতে তাকে পিএসএলের খেলার অনুমতি দিয়েছে বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা গণমাধ্যমকে।
পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এ অলরাউন্ডার।
পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সে সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।
সবার দেশ/কেএম