বিজয় দিবসে সবার জন্য উন্মুক্ত জাদুঘর ও বিনোদনকেন্দ্র
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর ১৬ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে সবার জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্র শিশুদের জন্য পুরো দিন উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় দেশজুড়ে বিজয় দিবসের কর্মসূচি সুশৃঙ্খলভাবে পালনে প্রয়োজনীয় প্রস্তুতি ও জনসাধারণের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সবার দেশ/কেএম




























