Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৫

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা হামলা: যুবকের মৃত্যু

মগবাজার ফ্লাইওভার থেকে বোমা হামলা: যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া একটি শক্তিশালী হাতবোমার (ককটেল) বিস্ফোরণে সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও এজি চার্চ সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সিয়াম স্থানীয় একটি ডেকোরেশন দোকানের (জাহিদ কার ডেকোরেশন) কর্মচারী ছিলেন। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে।

যেভাবে ঘটল এ হত্যাকাণ্ড

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনও যানবাহন থেকে হঠাৎ নিচে একটি শক্তিশালী ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলটি সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা সিয়ামের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটার সাথে সাথেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মাথার খুলি উড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও প্রশাসনের তৎপরতা

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল ও এর আশপাশে তল্লাশি চালায়। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান:

  • প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিচে নিক্ষেপ করা হয়েছে।
  • দুর্বৃত্তদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।
  • মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এলাকায় থমথমে পরিস্থিতি

ব্যস্ততম এ এলাকায় হঠাৎ এমন বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি গণমাধ্যমকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত হওয়ায় ঘটনার সময় সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিলো। বর্তমানে মগবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিয়ামের মৃত্যুর খবরে তার বাবা-মা ও স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ কাজ করা এ তরুণের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি