Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচার ও ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি

ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা

ইনকিলাব মঞ্চের ৪ দফা ঘোষণা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের গ্রেফতারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে সংগঠনটির নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় দিনের কর্মসূচি সাময়িকভাবে সমাপ্তি ঘোষণার আগে আন্দোলনকারীরা চার দফা দাবি এবং আগামী দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি:

আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষিত দাবিগুলো হলো—

  • দ্রুত বিচার নিশ্চিত করা: হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বা পরিকল্পনায় সহায়তাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
  • ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল: বাংলাদেশে কর্মরত সকল ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বা কর্ম-অনুমতি অনতিবিলম্বে বাতিল করতে হবে।
  • হাসিনাসহ খুনিদের প্রত্যর্পণ: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনাসহ বাংলাদেশে গুম ও খুনের সঙ্গে জড়িত যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত যদি তাদের হস্তান্তরে অস্বীকৃতি জানায়, তবে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
  • প্রশাসনে শুদ্ধি অভিযান: আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আত্মগোপনে থেকে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে।

আগামী দিনের কর্মসূচি:

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাত ১০টায় শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু হবে। এ কর্মসূচিতে অংশ নিতে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গত তিন দিন ধরে শাহবাগে অবস্থান নিয়ে রাজধানী অচল করে দিয়েছেন আন্দোলনকারীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি