গভীর রাতে ঢামেকে বিক্ষোভ মিছিল
সাম্য হত্যায় উত্তাল ঢাবি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি চলে আসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, গিয়ে অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে।
বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এছাড়া উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন <<>> সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী খুন
বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় শ্লোগান দেন- ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, ভিসি-প্রক্টর কি করে?’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দেখামাত্র উত্তেজিত ছাত্রদলকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রনেতা সাম্য। পরে তাকে ঢামেকে আনা হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বহিরাগত সন্ত্রাসীদের পরিকল্পিত হামলাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে। দ্রুত খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা আসতে পারে।
সবার দেশ/কেএম