Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩০, ৫ ডিসেম্বর ২০২৫

আহত হয়েছেন আরও পাঁচজন, ঘাতক বাস আটক 

ভাঙায় বাসচাপায় মা-মেয়ে ও নাতিসহ ৪ জনের প্রাণহানি

ভাঙায় বাসচাপায় মা-মেয়ে ও নাতিসহ ৪ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় রেলক্রসিং-সংলগ্ন অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে–নাতিসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কৈডুবি সদরদী মহল্লার রেলক্রসিং এলাকায় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ইজিবাইককে চাপা দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে যাত্রীবোঝাই একটি ইজিবাইক শরীফাবাদ এলাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দ্রুতগতির বাসটি ইজিবাইকটিকে পেছন দিক থেকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ৯ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন—ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রহমান শিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) এবং রিমুর আড়াই বছরের শিশু পুত্র রায়হান। এখনো পরিচয় না পাওয়া নিহত অপরজনের বয়স আনুমানিক ৫৬ বছর।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গণেশ চন্দ্র সাহা বলেন, হাসপাতালে আনার আগেই চারজন মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দীন জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ