শার্শার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শার্শা উপজেলার ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।
আলোচনা সভা শেষে তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

এসময় আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন— সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ও আহমাদ আলী শাহীন, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কায়বা ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত শার্শা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর জব্বার, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
সবার দেশ/কেএম




























