Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৮, ২২ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা-৬

রাগ করে মনোনয়ন কিনে ভুল করে ক্ষমা চাইলেন সাক্কু

রাগ করে মনোনয়ন কিনে ভুল করে ক্ষমা চাইলেন সাক্কু
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করার মাত্র একদিন পরই ইউ-টার্ন নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আবেগ ও ক্ষোভের বশবর্তী হয়ে মনোনয়নপত্র কিনলেও সেটি তিনি জমা দেবেন না এবং এ ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

হাজী ইয়াছিনের ওপর ক্ষোভ থেকে মনোনয়ন সংগ্রহ

সংবাদ সম্মেলনে মনিরুল হক সাক্কু স্পষ্ট করে বলেন, মূলত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ওপর ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি রোববার মনোনয়নপত্র কিনেছিলেন। সাক্কুর অভিযোগ, বিগত সিটি নির্বাচনে হাজী ইয়াছিন তার বিজয় ঠেকাতে নেতিবাচক ভূমিকা রেখেছিলেন এবং বর্তমানেও দলের ভেতরে বিভেদ সৃষ্টি করছেন। সাক্কু বলেন, 

ইয়াছিন ভাই প্রচার করছেন তিনি মনোনয়ন পেয়ে যাচ্ছেন, যা বিভ্রান্তিকর। মূলত তার ওপর রাগ করেই আমি মনোনয়ন কিনেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি কাজটা ঠিক হয়নি।

মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারের ঘোষণা

সাক্কু জানান, তিনি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী এবং ধানের শীষের পক্ষে কাজ করছেন। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরীর পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 

আমি ধানের শীষের লোক। মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে আমি ও আমার সমর্থকরা মাঠে আছি এবং থাকবো। তবে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পরিবর্তন হয়ে যদি হাজী ইয়াছিনকে দেয়া হয়, তবেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বো।

বিএনপি মহাসচিবের সাথে বৈঠক ও বহিষ্কার প্রসঙ্গ

২০২২ সালে দলীয় নির্দেশ অমান্য করে সিটি নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হয়েছিলেন সাক্কু। বহিষ্কার আদেশ নিয়ে তার কোনো আক্ষেপ নেই জানিয়ে তিনি বলেন, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার কথা হয়েছে। সেখানে তিনি কুমিল্লা-৬ আসনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন এবং দল মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, রোববার (২১ ডিসেম্বর) সাক্কুর প্রতিনিধিরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আজকের এ ঘোষণার মাধ্যমে সে জল্পনার অবসান ঘটলো এবং তিনি আবারও ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে নামার অঙ্গীকার করলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি