সীমান্তে বিএসএফের ব্রিজ নির্মাণ রুখে দিল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দ্রুত হস্তক্ষেপ করলে নির্মাণকাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।
ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের সময়। এ সুযোগে শূন্যরেখার নিকটবর্তী ৮২৮/২ এস নম্বর সাব-পিলারের কাছে মেইন সীমান্ত পিলার এলাকায় শতাধিক বিএসএফ সদস্য ব্রিজ নির্মাণের কাজ শুরু করে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন ধবলসুতী বিওপিকে অবহিত করেন। খবর পেয়ে ধবলসুতী ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
ঘটনার পর সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ব্রিজ নির্মাণকাজ বন্ধ রাখার আশ্বাস দেয়া হয়। একই সঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক সীমান্ত আইন সমুন্নত রাখতে বিজিবি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এমন কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না।
ঘটনাটি স্থানীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করলেও বিজিবির দ্রুত ও দৃঢ় পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























