Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব জব্দ

সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব জব্দ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার ঘনিষ্ঠ বান্ধবী (পিএস) তৌফিকা করিম। ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ বান্ধবী ও সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত এসব অ্যাকাউন্টে প্রায় ৮৬ কোটি ৯৮ লাখ টাকার স্থিতি রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

তদন্তে উঠে এসেছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে আদালতে আসামিদের জামিন, নিয়োগ-বাণিজ্য ও বদলির তদবিরসহ নানা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। সে অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনার পাশাপাশি বিদেশে পাচার করেন, যা মানিলন্ডারিং অপরাধের আওতায় পড়ে।

সিআইডি জানিয়েছে, তৌফিকা করিম ও সংশ্লিষ্টদের নামে পরিচালিত মোট ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে এ পর্যন্ত ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি জমা হয়েছে। এর মধ্যে থেকে প্রায় ৫৬৬ কোটি টাকা উত্তোলন করা হলেও বর্তমানে ৮৭ কোটি টাকা ওই হিসাবগুলোতে স্থিতি রয়েছে।

সিআইডির আবেদনে বলা হয়, এসব অ্যাকাউন্ট ফ্রিজ না করলে অর্থ অন্যত্র স্থানান্তরের ঝুঁকি ছিলো। আদালত বিষয়টি বিবেচনা করে অবরুদ্ধের আদেশ দেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তৌফিকা করিমের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান চালাচ্ছে। তদন্ত শেষ হলে আইনের আওতায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন