Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০০, ৩০ এপ্রিল ২০২৫

টুঙ্গিপাড়া, ঢাকা ও খুলনায় দুদকের আবেদনে আদালতের নির্দেশ

শেখ পরিবারের সকল সম্পত্তি জব্দ

শেখ পরিবারের সকল সম্পত্তি জব্দ
ছবি: সংগৃহীত

ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। 

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

জব্দকৃত সম্পত্তির বিবরণ:

  • সায়মা ওয়াজেদ পুতুল: রাজধানীর বারিধারায় ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের প্লট।
  • শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল: খুলনার দিঘলিয়ায় ৮৭.৭০ শতাংশ জমি, দলিলমূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা।
  • শেখ রেহানা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯ শতাংশ জমি, দলিলমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা।
  • রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক: খুলনার দিঘলিয়ায় ৮৭.৭০ শতাংশ জমি, দলিলমূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

দুদকের আবেদন: দুদক জানায়, শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ সম্পত্তি বিক্রি বা হস্তান্তর রোধে জব্দের আদেশ প্রয়োজন।

পূর্ববর্তী পদক্ষেপ:

  • ২৯ এপ্রিল: সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ।
  • ৫ মার্চ: পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধ।
  • বিভিন্ন সময়ে: শেখ পরিবারের সদস্যদের নামে ১,০৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধ।

দুদকের তদন্তে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ২৭ এপ্রিল রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়।

সবার দেশ/কেএম