Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ১৬ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলির প্রতিবাদে সর্বদলীয় সমাবেশ

শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক

শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ফ্যাসিবাদী শক্তিকে একযোগে প্রতিহত করার শপথের পাশাপাশি জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়। একই সঙ্গে হাদির ওপর হামলাকারীদের ভারতে আশ্রয় দেয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানানো হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির কোনও শীর্ষ নেতা সরাসরি উপস্থিত না থাকলেও দলটির পক্ষ থেকে সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি ভারতবিরোধী জাতীয় ঐক্যের প্রতীক। প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা চালানোকে কীভাবে বিচ্ছিন্ন ঘটনা বলা যায়—এ প্রশ্ন তুলে তিনি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের একাধিক হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই প্রমাণ করে। প্রশাসন জানে কারা অস্ত্রধারী, তবু তাদের গ্রেফতার করা হচ্ছে না কেনো—এ প্রশ্নও তোলেন তিনি। ভারতের পরিকল্পনা সফল হতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় না। গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশ ঐক্যবদ্ধ। জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা ঐক্যবদ্ধ। হাদির ওপর গুলি চালানোর মাধ্যমে পুরো বাংলাদেশকেই আঘাত করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, অভ্যুত্থানে অংশ নেয়া মানুষ ও শহীদ পরিবারগুলোকে টার্গেট করা হচ্ছে। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অতীতে গুম-খুনে যারা পারদর্শিতা দেখিয়েছে, তারা আজ হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করতে পারছে না কেনো—তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, হাদিকে ঠাণ্ডা মাথায় হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, হাদির জীবনের হুমকির বিষয়ে আগে থেকে জেনেও কী ব্যবস্থা নেয়া হয়েছিলো? তিনি প্রধান নির্বাচন কমিশনারের ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, এটি কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়। খুনিকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করার অর্থ হলো রাষ্ট্রের সক্ষমতার অভাব। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সীমান্তের ওপারে যারা আছে তারা বাংলাদেশের বন্ধু নয়। গোয়েন্দা সংস্থা থাকার পরও হামলাকারীরা কীভাবে ভারতে পালিয়ে যায়—এ প্রশ্নের উত্তর দিতে হবে। আওয়ামী লীগ আমলে যেভাবে বিরোধী দলকে খুঁজে বের করা হতো, সে সক্ষমতা এখন কোথায়—এ প্রশ্নও তোলেন তিনি। প্রশাসনের ভেতরেই খলনায়করা ঘাপটি মেরে আছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ভণ্ডুল করার গভীর ষড়যন্ত্র চলছে। অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখাই এখন সবচেয়ে জরুরি।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ২০২৪ সালে জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষার লড়াই হয়েছে। কিন্তু শকুনদের নজর এড়ানো যায়নি। খুব অল্প সময়ের মধ্যেই তারা আবার বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র ধ্বংসের চেষ্টা করছে। এক ওসমান হাদিকে হত্যা করে দেশকে কুক্ষিগত করার স্বপ্ন তারা দেখছে। তবে তিনি বলেন, প্রত্যেক স্বাধীনতাকামী মানুষই একেকজন ওসমান হাদি। যেমন এক আবু সাঈদ থেকে লক্ষ আবু সাঈদ তৈরি হয়েছিলো, তেমনি এক ওসমান হাদি থেকে লক্ষ ওসমান হাদি তৈরি হবে।

সমাবেশ থেকে দ্রুত হামলাকারীদের গ্রেফতার, বিচার নিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের ঘোষণা দেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্যারাস্যুটিংয়ে সর্বাধিক পতাকা হাতে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
বিজয় দিবসে ধানমন্ডি ৩২-এ ভিন্ন বার্তার কর্মসূচি
বিজয় দিবসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক
মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, নেই বাংলাদেশের নাম
রিসোর্টে নারীসঙ্গ কাটিয়ে ঢাকা এসে হাদিকে গুলি করা হয়
বিজয়ের প্রভাতে স্মৃতিসৌধে মানুষের ঢল
চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা