Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৫, ৩০ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৪ বছর অচল থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবার ভোটের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ