ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয়টি হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে শীর্ষ তিন পদ—ভিপি, জিএস ও এজিএস—এ শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা শুরু করেন। ধাপে ধাপে প্রতিটি হলের ফলাফল প্রকাশ করা হচ্ছে।
নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোটের প্যানেল শুরু থেকেই এগিয়ে থাকায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সবার দেশে/কেএম




























