Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৬, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন অনলাইনে

এইচএসসি খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন অনলাইনে
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীই প্রত্যাশিত ফল না পেলে খাতা পুনঃনিরীক্ষণ বা ‘খাতা চ্যালেঞ্জ’-এর আবেদন করেন। এবারও সে সুযোগ থাকছে, তবে পরিবর্তন এসেছে আবেদন প্রক্রিয়ায়। আগের মতো আর এসএমএসে নয়, এবার খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে অনলাইনে।

আগে টেলিটক সিম ব্যবহার করে এসএমএস পাঠিয়ে আবেদন করা যেত। ফিরতি এসএমএসে জানানো হতো কত টাকা লাগবে এবং একটি পিন নম্বর পাঠানো হতো। পিন নম্বর ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে হতো। কিন্তু এবার এ পুরো প্রক্রিয়াই ডিজিটাল পদ্ধতিতে স্থানান্তরিত করা হয়েছে।

আবেদন করার নতুন নিয়ম

শিক্ষার্থীদের এখন ওয়েবসাইট [https://rescrutiny.eduboardresults.gov.bd/](https://rescrutiny.eduboardresults.gov.bd/) এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে—এ নম্বরে পরবর্তীতে ফলাফল পাঠানো হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। এরপর ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করলে প্রদেয় অর্থের পরিমাণ দেখা যাবে।

ফি প্রদানের নিয়ম

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয় (যেমন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র) হলে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি প্রদান করা যাবে বিকাশ, নগদ, রকেট, সোনালি সেবা ও টেলিটক মোবাইল সেবার মাধ্যমে। ফি প্রদানের ধাপগুলো ওয়েবসাইটের ‘হেল্প’ অপশনে বিস্তারিতভাবে দেয়া আছে।

ফি পরিশোধের পর আবেদন জমা দিতে হবে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে। একবার আবেদন জমা দেয়ার পর যদি আরও কোনো বিষয়ে আবেদন যোগ করতে চান, তা একই প্রক্রিয়ায় করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।

আবেদন পরিবর্তন বা সংশোধন

ফি পরিশোধের আগ পর্যন্ত কোনো বিষয় পরিবর্তন বা বাদ দেয়া যাবে। সে ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে সংশোধন করা সম্ভব। তবে ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না।

সারসংক্ষেপ

অর্থাৎ, এসএমএস নির্ভর পুরনো পদ্ধতি বাদ দিয়ে এবার অনলাইন আবেদনেই শুরু হয়েছে খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া। শিক্ষাবোর্ডগুলোর দাবি, নতুন পদ্ধতিতে আবেদন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন