Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৫, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৫৬, ২০ অক্টোবর ২০২৫

জুবায়েদ হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার মোড় অবরোধ

জুবায়েদ হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার মোড় অবরোধ
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরান ঢাকা। হত্যার বিচারের দাবিতে রবিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে তাঁতিবাজার মোড়ে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুবায়েদের স্মরণে এক প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’ এবং ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে?’—এ ধরনের স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী শাহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি তাজা প্রাণ এভাবে ঝরে গেলো—এটা মেনে নেয়া যায় না। জুবায়েদকে নিয়ে তার পরিবারের কত স্বপ্ন ছিলো, সব শেষ হয়ে গেলো। আমরা এর ন্যায্য বিচার চাই।

আরেক শিক্ষার্থী হাবিব বলেন, আমরা শুধু প্রতিবাদ নয়, দ্রুত বিচার চাই। অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

অবরোধ চলাকালে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

উল্লেখ্য, শনিবার রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসাইন। হত্যাকাণ্ডের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে আসছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ