Sobar Desh | সবার দেশ মো. সিহাব আলী, জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ৩ নভেম্বর ২০২৫

‎পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য

‎পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
ছবি: সবার দেশ

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তার পাশাপাশি খুব শীঘ্রই পিএইচডি গবেষকদের জন্য অনুরূপ বৃত্তি চালু করা হবে।

রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

‎সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রেজাউল করিম স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একাডেমিক ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও দোয়ার নিদর্শনস্বরূপ কিছু করতে পারায় আমরা আনন্দিত।

‎বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, 

গবেষণার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের থিসিসে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান একটি যুগোপযোগী পদক্ষেপ। অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

‎অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে নিয়োজিত অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ প্রথম উদ্যোগের আওতায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থীকে প্রায় ৫০ লক্ষ টাকার গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থী ১৪,১২৪ টাকা করে অনুদান পাবেন, যা ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে। এ অর্থ শুধুমাত্র গবেষণাসংক্রান্ত কাজে ব্যয়যোগ্য।

‎অনুষ্ঠানে প্রতিটি অনুষদ থেকে দু’জন করে শিক্ষার্থী উপাচার্যের কাছ থেকে চেক গ্রহণ করেন। অবশিষ্ট শিক্ষার্থীরা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দফতর থেকে পরিচয়পত্র বা প্রবেশপত্র প্রদর্শনের মাধ্যমে তাদের চেক সংগ্রহ করতে পারবেন।

‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট এবং বিভিন্ন দফতরের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ