Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৯, ৬ জানুয়ারি ২০২৬

দুই দশকের অপেক্ষার অবসান

জকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ

জকসু নির্বাচনে চলছে ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মঙ্গলবার (সকাল ৯টা) শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে শুরু করেন শিক্ষার্থীরা।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। দীর্ঘদিনের প্রতীক্ষা, একাধিক দফা তারিখ পরিবর্তন ও নানা প্রশাসনিক জটিলতার পর অবশেষে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেকের কাছেই এটি জীবনের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেয়ার অভিজ্ঞতা।

নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়জুড়ে মোট ৩৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি পৃথক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্ধারিত গেট দিয়ে সারিবদ্ধভাবে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টার আগেই ব্যালট পেপার, ভোট বাক্স ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে। শিক্ষার্থীরা যেনো কোনও ধরনের শঙ্কা ছাড়াই ভোট দিতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট কাটিয়ে শিক্ষার্থীদের অধিকার, দাবি-দাওয়া ও সমস্যা তুলে ধরতে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর এটিই প্রথম জকসু নির্বাচন, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি