Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ৬ এপ্রিল ২০২৫

শেষ হচ্ছে দুই দশকের এক কিংবদন্তির অধ্যায়

মৃত্যু দিয়েই  ‘সিআইডি’ এসিপি প্রদ্যুমনের বিদায়

মৃত্যু দিয়েই  ‘সিআইডি’ এসিপি প্রদ্যুমনের বিদায়
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশকের স্মৃতি, রোমাঞ্চ আর ‘কিছু তো গড়বড় হ্যায়’, ‘দয়া, দরওয়াজা তোড়ো!’ সংলাপ—সবকিছুর মধ্য দিয়ে গড়ে উঠেছিল একটি কাল্ট ফলোয়িং। এসিপি প্রদ্যুমন, মানে শিবাজি সাতম, সেই ঐতিহাসিক চরিত্রটি এবার সত্যি সত্যিই বিদায় নিচ্ছেন। আর সেটা হবে মৃত্যুর মধ্য দিয়ে—একটি বিস্ফোরণের দৃশ্যে পর্দায় তার শেষ উপস্থিতি।

সিরিজের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি

১৯৯৮ সাল থেকে শুরু হওয়া ‘সিআইডি’ ছিল শুধু একটা শো নয়, বরং ভারতীয় সাবকালচার, এমনকি বাংলাদেশের দর্শকদের মধ্যেও এক স্থায়ী অনুভূতি। শিবাজি সাতমের অভিনয়ে এসিপি প্রদ্যুমন চরিত্রটি হয়ে উঠেছিল নিখুঁত নেতৃত্ব, যুক্তি আর একধরনের ঠান্ডা অথচ দৃঢ় ব্যক্তিত্বের প্রতীক।

তার বিদায়ের মধ্য দিয়ে একপ্রকার যুগের অবসান ঘটছে। এমনটা যেন কোনও সুপারহিরোর শেষ দৃশ্য—যেখানে তিনি নিখুঁতভাবে দায়িত্ব পালন করে জীবনের শেষ মূল্য দিচ্ছেন।

ভক্তদের প্রতিক্রিয়া: ধোঁয়াশা, কষ্ট, ক্ষোভ

সনি এন্টারটেইনমেন্টের পোস্টে “Rest in Peace ACP” হ্যাশট্যাগটি ব্যবহার করার পর মুহূর্তেই শুরু হয় জল্পনা, বিভ্রান্তি—অনেকে ভেবেই বসেছিলেন শিবাজি সাতম নিজেই মারা গেছেন। পরে যখন জানা গেলো এটি ছিল কেবল চরিত্রের মৃত্যু, তবুও মেনে নিতে পারছেন না অনেকে।

অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত

খবরে জানা গেছে, অভ্যন্তরীণ মতবিরোধ ও প্রযোজনা সংস্থার সঙ্গে মতানৈক্যর কারণেই শিবাজি সাতম ‘সিআইডি ২’ ছাড়ছেন। সিরিজে তার জায়গায় নতুন এসিপি আনার পরিকল্পনা চলছে, তবে প্রশ্ন উঠেছে—প্রদ্যুমনহীন সিআইডি কি আগের সে জনপ্রিয়তা ধরে রাখতে পারবে?

বাকি চরিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা

ইতোমধ্যে ইন্সপেক্টর ফ্রেডরিক্স বিদায় নিয়েছেন। তবে দয়া ও অভিজিৎ থাকছেন নতুন পর্বে। ২১ ফেব্রুয়ারি শুরু হওয়া নতুন সিজনের ১৮টি পর্ব ধারাবাহিকভাবে সম্প্রচারিত হচ্ছে সনি ওটিটি এবং টেলিভিশনে।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়া 

‘সিআইডি’ অনেকটা আমাদের ছোটবেলার বিকেল, ছুটির দিনের রহস্য আর পরিচিত মুখগুলোর সঙ্গে তৈরি হওয়া এক আত্মিক সম্পর্ক। শিবাজি সাতমের প্রদ্যুমন শুধু একজন চরিত্রই ছিলেন না—তিনি ছিলেন ভারতীয় ক্রাইম থ্রিলার টিভি ধারাবাহিকের এক অনন্য স্তম্ভ। তার প্রস্থানে যেমন একটা যুগের ইতি টানা হলো, তেমনি নতুন প্রশ্নও উঠলো—এই শো কি সত্যিই বাঁচবে প্রদ্যুমন ছাড়া? সূত্র: হিন্দুস্তান টাইমস, সনি এন্টারটেইনমেন্ট

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার