‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’ এর জমকালো আয়োজন
লাস ভেগাসের ফঁটেনব্লু ভেন্যুতে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়ে গেলো ২০২৫ সালের ‘আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ)’—দর্শক ও ভক্তদের সরাসরি ভোটে নির্বাচিত শিল্পীদের সম্মান জানানোর এ আয়োজনকে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় সংগীত পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
এবারের আসরে সবচেয়ে বেশি, ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনবারের এএমএ জয়ী কেন্ড্রিক লামার। তিনি লড়ছেন ‘আর্টিস্ট অফ দ্য ইয়ার’, ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ এবং ‘সঙ অফ দ্য ইয়ার’-এর মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে। তার ঠিক পরেই রয়েছেন পোস্ট ম্যালোন, যিনি মনোনয়ন পেয়েছেন ৮টি বিভাগে।
এছাড়া বিলি আইলিশ, চ্যাপেল রোন এবং উদীয়মান শিল্পী শাবুজি—তিনজনই ৭টি করে বিভাগে মনোনীত হয়েছেন।

টেইলর সুইফট, যিনি এএমএ ইতিহাসে সর্বোচ্চ ৪০টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন, এবারও ৬টি বিভাগে মনোনীত হয়েছেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে জোর গুঞ্জন ছিল—তিনি হয়তো নতুন অ্যালবাম বা ‘Reputation (Taylor's Version’ ঘোষণা দেবেন। তবে সুইফটের অনুপস্থিতি ভক্তদের কিছুটা হতাশ করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেনিফার লোপেজ, যিনি এর আগে ২০১৫ সালে এ ভূমিকা পালন করেছিলেন। এবার তিনি পারফর্মার হিসেবেও মঞ্চ মাতিয়েছেন। অন্যান্য পারফর্মারদের মধ্যে ছিলেন বেনসন বুন, গ্যেন স্টেফানি, জ্যানেট জ্যাকসন ও রড স্টুয়ার্ট।
অনুষ্ঠানে জ্যানেট জ্যাকসনকে দেয়া হয়েছে ‘আইকন অ্যাওয়ার্ড’ এবং রড স্টুয়ার্টকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ডিক ক্লার্কের উদ্যোগে ১৯৭৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিলোএ পুরস্কার অনুষ্ঠান। নিয়মিত আয়োজনের ধারাবাহিকতা ভেঙে ২০২৩ সালে এটি দুই বছরের বিরতিতে যায়। তবে গত বছর ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয়।

এ বছরের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে সিবিএস টেলিভিশন, পাশাপাশি প্যারামাউন্ট+ উইথ শোটাইম-এ রাত ৮টা (ইটি)/৫টা (পিটি) থেকে স্ট্রিমিং হয়েছে। প্যারামাউন্ট+ ব্যবহারকারীরা অনুষ্ঠানটি আজ থেকেই অন-ডিমান্ড উপভোগ করতে পারবেন।
এক নজরে বিজয়ীদের তালিকা:
নতুন শিল্পী বিভাগ:
গ্রেসি অ্যাব্রামস — বিজয়ী
বাকি মনোনীতরা: বেনসন বুন, চ্যাপেল রোন, শাবুজি, টেডি সুইমস, টমি রিচম্যান
প্রিয় আর অ্যান্ড বি গান:
সিজা – ‘Saturn’ — বিজয়ী
মনোনীতরা: ক্রিস ব্রাউন (‘Residuals’), মুনি লং (‘Made For Me’), দ্য উইকেন্ড ও প্লেবয় কার্টি (‘Timeless’), টমি রিচম্যান (‘Million Dollar Baby’)
প্রিয় লাতিন নারী শিল্পী:
বেকি জি — বিজয়ী
মনোনীতরা: ক্যারল জি, নাতি নাটাশা, শাকিরা, ইয়াং মিকো
এএমএ-২০২৫ অনুষ্ঠানটি ছিলো গ্ল্যামার, সঙ্গীত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য মিলনমেলা—যেখানে পুরস্কারের পাশাপাশি জ্বলজ্বলে তারকাদের পারফরম্যান্সেও মাতোয়ারা ছিলো পুরো লাস ভেগাস।
সবার দেশ/কেএম




























