Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

অভিনয়ের পর সংগীতেও ইতি টানলেন তাহসান

অভিনয়ের পর সংগীতেও ইতি টানলেন তাহসান
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান অভিনয়ের পর এবার সংগীত ক্যারিয়ার থেকেও ধীরে ধীরে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত কনসার্টে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব।

২৫ বছরের সংগীতজীবনের এ বিশেষ সফরে পাঁচটি শহরে কনসার্ট করার পরিকল্পনা থাকলেও মেলবোর্নের মঞ্চেই তিনি ভক্তদের চমকে দেন। তার বক্তব্যে ভেসে আসে কৃতজ্ঞতা, আবেগ এবং বিদায়ের সুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেজের সামনে দাঁড়িয়ে তাহসান বলছেন— মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে? এ সময় তিনি জানান, নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইতিমধ্যে ডিঅ্যাক্টিভ করেছেন। ভক্তরা খুঁজে দেখেছেন, সত্যিই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর সক্রিয় নেই।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগীত, অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তাহসানের এমন বিদায় ঘোষণায় আবেগে ভেসে যান দর্শকরা।

এর আগে গত বছর তিনি অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শারীরিক সমস্যাও এ সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া রোগ ধরা পড়ায় ধীরে ধীরে তার গান গাওয়ার সক্ষমতা কমে আসছে। ২০১৮ সালেই তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।”

সংগীতে তাহসানের যাত্রা শুরু হয়েছিল ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে। পরে ২০০৪ সালে একক অ্যালবাম ‘কিছু কথা’ প্রকাশ করে শ্রোতাদের মন জয় করেন। একক শিল্পী হিসেবে যেমন, তেমনি ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ এবং সাম্প্রতিক ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়েও কাজ করেছেন তিনি। ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’—এমন অসংখ্য গান এখনও শ্রোতাদের হৃদয়ে বেঁচে আছে।

মঞ্চে বিদায় জানানোর সময় তাহসান স্পষ্ট করে ‘অবসর’ শব্দটি উচ্চারণ করেননি। তবে তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, নিয়মিত কনসার্ট ও গান থেকে তিনি সরে আসছেন। সম্ভবত বেছে বেছে কিছু কাজ করলেও আর আগের মতো নিয়মিত উপস্থিতি থাকছে না।

ভক্তরা এখনও আশায় আছেন— হয়তো কিছুদিন পর আবারও ফিরে আসবেন প্রিয় তাহসান।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি