Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫:৫০, ২ নভেম্বর ২০২৫

‘এত খরচে বিয়ের বিচ্ছেদ…’ প্রশ্নের মুখে কী বললেন ঐশ্বর্যা?

‘এত খরচে বিয়ের বিচ্ছেদ…’ প্রশ্নের মুখে কী বললেন ঐশ্বর্যা?
ছবি: সংগৃহীত

বছরের পর বছর ধরে বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাদের বিচ্ছেদের গুঞ্জন প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে, যদিও তারা একাধিকবার এসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। যদিও ঐশ্বর্যা এ ধরনের বিষয়ে সাধারণত মুখে কুলুপ এঁটেন, পুরনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে তার মনোভাব প্রকাশ পায়।

২০০৯ সালে আমেরিকায় অপরা উইনফ্রের অনুষ্ঠানে হাজির ছিলেন ঐশ্বর্যা ও অভিষেক। সে সময়ে তাদের সাতপাকে বাঁধা পড়ার দু’বছর পার হয়েছিলো। অনুষ্ঠান চলাকালীন তাদের বিয়ের কিছু ঝলক দেখার পর সঞ্চালিকা অপরা প্রশ্ন করেছিলেন, এত জাঁকজমক করে বিয়ে করার পর যদি বিচ্ছেদ হয়, তা কি দম্পতির জন্য খুব কঠিন হয় না?

এ প্রশ্ন শুনে ঐশ্বর্যা প্রায় গর্জে ওঠার মতো প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, 

আমরা এমন ভাবনা মাথায়ই আনতে দিই না। বিয়ে মানে পরস্পরের প্রতি সারাজীবনের প্রতিশ্রুতি। পরিবারের সঙ্গে থাকা এবং একে অপরকে বোঝার মধ্যেই সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, জীবন ও সম্পর্কের মধ্যে মূল আনন্দ আসে একে অপরের সঙ্গে সময় কাটানো এবং পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে, ঝলকঝলক বা ভেজাল মনোভাবের মধ্যে নয়।

একই দিনে অর্থাৎ ১ নভেম্বর ঐশ্বর্যার জন্মদিনও ছিলো। সাধারণত অমিতাভ বচ্চন বা অভিষেক অন্য তারকাদের জন্মদিনে শুভেচ্ছা জানান, কিন্তু এ বিশেষ দিনে নিজের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রকাশ্য শুভেচ্ছা পাওয়া যায়নি।

বিনোদনবিশ্লেষকরা বলছেন, ঐশ্বর্যার এ প্রতিক্রিয়া তাকে কেবল সংযমী ও পরিবারের প্রতি দায়বদ্ধ বলে প্রতিফলিত করছে, যা তাকে বলিউডের অন্যতম স্থিরমনের নায়িকা হিসেবে তুলে ধরে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ