নিরাপত্তারক্ষী পেরিয়ে গায়ের ওপর আছড়ে পড়লেন ভক্তরা
নিধির পর এবার ভক্তদের হেনস্তার শিকার সামান্থা
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। কিছুদিন আগেই অভিনেত্রী নিধি আগারওয়াল এক গানের অনুষ্ঠানে ভক্তদের অসভ্য আচরণের শিকার হয়েছিলেন, যেখানে জনতা তার পোশাক ধরে টানাটানি পর্যন্ত করেছিলো। সে রেশ কাটতে না কাটতেই এবার হায়দ্রাবাদে একই পরিস্থিতির সম্মুখীন হতে হলো সামান্থাকে।
রোববার হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পর্দার এ জনপ্রিয় তারকা। অনুষ্ঠান শেষে যখন তিনি বেরিয়ে আসছিলেন, তখনই ঘটে বিপত্তি। সামান্থাকে একনজর দেখতে এবং ছবি তুলতে কয়েক হাজার মানুষ তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরা সামান্থা তার গাড়ি পর্যন্ত পৌঁছাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। বিপুলসংখ্যক মানুষের চাপে নিরাপত্তারক্ষীরাও তাকে আগলে রাখতে বেগ পাচ্ছিলেন।

ভিডিওটিতে দেখা যায়, ভক্ত ও আলোকচিত্রীদের ভিড় সামান্থার একদম গায়ের ওপর আছড়ে পড়ছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, নিরাপত্তারক্ষীদের জোর করে পথ পরিষ্কার করতে হয়। তবে এ চরম বিশৃঙ্খলার মাঝেও সামান্থা ছিলেন ভীষণ শান্ত ও সংযত। আতঙ্কিত না হয়ে বরং ধীর পায়ে এগিয়েছেন এবং হাসিমুখে ভক্তদের অভিবাদন জানিয়েছেন। শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে গাড়িতে তোলা সম্ভব হয়।

ব্যক্তিজীবনে দারুণ এক সময় পার করছেন সামান্থা। চলতি মাসের ১ তারিখ অর্থাৎ ১ ডিসেম্বর ২০২৫-এ দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের রেশ কাটিয়ে কাজে ফিরতেই এই হেনস্তার মুখে পড়লেন অভিনেত্রী।
পেশাগত জীবনেও সামান্থার হাতে রয়েছে বড় সব প্রজেক্ট। খুব শিগগিরই তাকে দেখা যাবে ‘রক্ত ব্রহ্মাণ্ড’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। এছাড়া পরিচালক নন্দিনী রেড্ডির নতুন তেলুগু সিনেমা ‘মা ইন্টি বঙ্গারাম’-এ অভিনয়ের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন। তবে তার ভক্তদের এমন অসংযত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেটিজেনরা।
সবার দেশ/কেএম




























