সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
সুদানের আবেই শহরে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন বাংলাদেশি সেনাসদস্য। হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাসীরা আকস্মিকভাবে জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালালে বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষেই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।
আইএসপিআর জানায়, হামলার পর ওই এলাকায় এখনো পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ফলে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা ও নিরাপদে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
আইএসপিআর আরও জানায়, পরিস্থিতির উন্নয়ন ও বিস্তারিত তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে এর আগেও বহু বাংলাদেশি শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। সুদানে সর্বশেষ এ হামলার ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সবার দেশ/কেএম




























