ভারতের ভূপাতিত ৫ যুদ্ধবিমানের পাইলটদের বন্দি করলো পাকিস্তান

পাকিস্তান দাবি করেছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের বিমান বাহিনী। এসব বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি সু-৩০। এসব বিমানের পাইলটদের আটক করার কথাও জানিয়েছে পাকিস্তান।
বুধবার (৭ মে) পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে।
এছাড়া ভারতের একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করার দাবিও করেছে পাকিস্তান। সেটি ছিলো কাশ্মীর সীমান্তের ধুনদিয়াল সেক্টরে।
সবার দেশ/কেএম