আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি
ফের হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দেবে ইরান
ইরানের বিরুদ্ধে নতুন করে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্রকে ‘ঐতিহাসিক শিক্ষা’ দিতে প্রস্তুত রয়েছে তেহরান। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।
কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মঙ্গলবার (২৪ জুন) এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন। ইরানি বাহিনীর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর হিসেবে ব্যবহৃত ওই ঘাঁটিতে এ হামলা ছিল ‘শক্তিশালী এবং বিধ্বংসী’।
উল্লেখ্য, গেল রোববার ভোরে ইরানের উত্তর-মধ্য এবং মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাবে পরদিন কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান।
বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অজ্ঞ’ ও ‘বোকা’ আখ্যা দিয়ে পাকপুর বলেন, ইরানের বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এ কারণেই আমরা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, আমাদের ভূখণ্ডে নতুন করে যেকোনও আগ্রাসনের জবাব আগের চেয়েও ভয়াবহ হবে। তা হবে এমন এক শিক্ষা, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
এ সময় ওয়াশিংটনের ‘অন্ধ’ ইসরায়েলপন্থী অবস্থানেরও কঠোর সমালোচনা করেন আইআরজিসির এ শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, ইসরায়েলি শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের জনগণের নিরাপত্তা ও স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে, যা বিশ্বের সামনে তাদের আসল চরিত্র উন্মোচিত করছে।
উল্লেখ্য, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবুও ইরান-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আরও গভীর হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সবার দেশ/এফএস




























