Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ৮ অক্টোবর ২০২৫

এফএফসি জানালো সর্বশেষ অবস্থান

গাজার পথে ফ্লোটিলার নতুন নৌবহর

গাজার পথে ফ্লোটিলার নতুন নৌবহর
ছবি: সংগৃহীত

ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার জনগণের কাছে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা পৌঁছে দিতে আবারও সমুদ্রপথে এগিয়ে চলেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বর্তমানে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহরটি গাজার উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার বা ১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এফএফসি জানায়, আমাদের ফ্লোটিলা এখন গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। এটি সে একই অঞ্চলের কাছাকাছি, যেখানে কিছুদিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলোকে ইসরায়েলি বাহিনী আটক করেছিলো।

এফএফসি–এর সদস্য সংগঠন *ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, 

আমরা গাজার পথে রয়েছি এবং মানবিক বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছি।

সংগঠনটির তথ্য অনুযায়ী, এবারের নৌবহরে রয়েছে ৯টি ত্রাণবাহী নৌযান, প্রতিটিতে খাদ্য, ওষুধ এবং গৃহনির্মাণসহ প্রয়োজনীয় সামগ্রী বহন করা হচ্ছে। নৌযানগুলোতে রয়েছেন ১০০–এর বেশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকারকর্মী, যাদের মধ্যে আছেন বিভিন্ন দেশের চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী ও মানবিক সংস্থার প্রতিনিধি।

এর আগে গত আগস্টে গাজার জন্য ৪৩টি ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিয়েছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত সে মিশনে অংশ নিয়েছিলেন ৪৪টি দেশের প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী—যাদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনের নেতা গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে সে বহরটি গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই ইসরায়েলি নৌবাহিনী সব নৌযান আটক করে ক্রুসহ যাত্রীদের ইসরায়েলে নিয়ে যায়। অনেকে মুক্তি পেলেও, কয়েকজন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী এখনও ইসরায়েলের আটককেন্দ্রে আছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা দেখা দেয়। মানবাধিকার সংগঠনগুলো একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ বছর ধরে গাজার সমুদ্র উপকূল ইসরায়েল অবরুদ্ধ করে রেখেছে। সেখানে কোনও আন্তর্জাতিক নৌযান প্রবেশ করতে পারে না, এমনকি কার্যকর কোনো বন্দরও নেই। ফলে ফ্লোটিলার এ নতুন বহর যদি গাজার উপকূলে পৌঁছাতে সক্ষম হয়, তবে তা হবে প্রায় দুই দশক পর গাজায় প্রথম আন্তর্জাতিক মানবিক ত্রাণবাহী নৌবহরের নোঙরকরণ।

সূত্র: আনাদোলু এজেন্সি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন