Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ৩ অক্টোবর ২০২৫

ফ্লোটিলা আটকে বাংলাদেশের তীব্র নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি

ফ্লোটিলা আটকে বাংলাদেশের তীব্র নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি
ছবি: সংগৃহীত

গাজার উদ্দেশে মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আটক মানবিক সহায়তাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও সুস্থতার নিশ্চয়তা দাবি করেছে ঢাকা।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এ ফ্লোটিলাকে আটক করেছে। বাংলাদেশের মতে, এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের একটি উদাহরণ।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জোর দিয়ে জানায়, ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতীক। গাজার মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার, মর্যাদা ও জীবিকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ইসরায়েলি অবরোধের কারণে। তাই এই সহায়তা বহরকে গাজায় প্রবেশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।

বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের এই সময়ে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ