Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ২১ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০২, ২১ অক্টোবর ২০২৫

নেতানিয়াহু কানাডায় পা রাখলেই গ্রেফতার: মার্ক কার্নি

নেতানিয়াহু কানাডায় পা রাখলেই গ্রেফতার: মার্ক কার্নি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য বিশ্বের মানচিত্র ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। এবার ইউরোপের পর উত্তর আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ কানাডা জানিয়েছে— যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে।

সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত শুক্রবার ব্লুমবার্গে প্রচারিত এক পডকাস্ট সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায়ের প্রতি কানাডা শ্রদ্ধাশীল এবং আইন মেনে চলবে। ফলে নেতানিয়াহু কানাডায় এলেই গ্রেফতার হবেন।

সাক্ষাৎকারে সাংবাদিক কার্নিকে প্রশ্ন করেন— নেতানিয়াহু যদি কানাডায় আসেন, তাকে কি গ্রেফতার করা হবে? জবাবে কার্নির সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট উত্তর— ‘হ্যাঁ।’ এ বক্তব্যের পর আর বিস্তারিত ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানান তিনি।

মার্ক কার্নি আরও বলেন, 

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াটা তার সরকারের অগ্রাধিকার ছিলো, তবে এটি শুধু শুরু। তিনি বলেন, ইসরায়েলের পাশে শান্তি ও নিরাপত্তা বজায় রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে— এটিই আমাদের লক্ষ্য।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৪৭ সাল থেকেই কানাডা দুই রাষ্ট্র সমাধানের নীতি মেনে চলছে। কিন্তু নেতানিয়াহুর সরকার জাতিসংঘের নীতিমালা লঙ্ঘন করে সে সমাধানের পথ রুদ্ধ করছে। কার্নির ভাষায়, 

ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে নেতানিয়াহুর সরকার নস্যাৎ করছে। এটি কানাডার দীর্ঘদিনের সরকারি অবস্থানের পরিপন্থী।

প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর ইসরায়েলের রাজনৈতিক পরামর্শক ওফির ফাল্ক কানাডীয় সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 

কানাডা যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা মেনে নেয়, তবে তাদের উচিত ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্বাগত জানানো, গ্রেফতার নয়।

গত দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যে, সেখানে অন্তত ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন— যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতরি পরোয়ানা জারি করে।

এর আগে ইউরোপের অন্তত দশটি দেশ— বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড— নেতানিয়াহু দেশটিতে প্রবেশ করলে তাকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে।

কানাডার ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নেতানিয়াহুর বিরুদ্ধে চাপ আরও বেড়ে গেলো। পর্যবেক্ষকদের মতে, এটি পশ্চিমা জোটের অভ্যন্তরেও ইসরায়েল ইস্যুতে একটি বড় ধরনের নীতিগত পরিবর্তনের সূচনা হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন